আলসার ও পাকস্থলির ক্যানসারে ব্রকোলি
জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি হেলিকোব্যাক্টর পাইলোরিতে সংক্রমিত হয়েছেন তাদের নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করা হয়। সমীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের দু’মাস ধরে প্রতিদিন আড়াই আউন্স করে ব্রকোলি স্প্রাউট অথবা একই পরিমাণে আলফা আলফা স্প্রাউট খেতে দেওয়া হয়। আট সপ্তাহ পর তাদের মল ও নিঃশ্বাস পরীক্ষা করে দেখা যায় যারা ব্রকোলি স্প্রাউট খেয়েছিলেন তাদের হেলিকোব্যাক্টর পাইলোরির বায়োমার্কার উল্লেখযোগ্য হারে কমে গেছে। অন্যদিকে যারা আলফা আলফা স্প্রাউট গ্রহণ করেছিলেন...
Posted Under : Health News
Viewed#: 16
See details.

